BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Friday, May 27, 2016

Fixtures: Bangladesh tour of New Zealand, ODI, T20I, Test series 2016-17

Fixtures: Bangladesh tour of New Zealand, ODI, T20I, Test series 2016-17



ODI series:
1st ODI: Monday, 26 December 2016 at Hagley Oval, Christchurch
2nd ODI: Thursday, 29 December 2016 at Saxton Oval, Nelson.
3rd ODI: Saturday, 31 December 2016 at Saxton Oval, Nelson.


T20I series:
1st T20I: Tuesday, 3 January 2017 at McLean Park, Napier.
2nd T20I: Friday, 6 January 2017 at Bay Oval, Mt Maunganui.
3rd T20I: Sunday, 8 January 2017 at Bay Oval, Mt Maunganui.

Test series:
1st Test: Thursday, 12 January 2017 at Basin Reserve, Wellington.
2nd Test: Friday, 20 January 2017 at Hagley Oval, Christchurch.

Sunday, May 22, 2016

Watch Online Live Vivo IPL 2016 OnSportsInfo

Watch Online Live Vivo IPL OnSportsInfo








মিথুন, ভাটিয়া আসছেন ডিপিএলে কাঁপাতে




ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের চলতি আসরে যোগ দিচ্ছন আরো দুইজন ভারতীয় ক্রিকেটার। দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ কাঁপাতে রজত ভাটিয়া ও মিঠুন মানহাস খুব শীঘ্রই যোগ দিবেন দলের সাথে। এই দুই ক্রিকেটারের ডিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছে উভয় দলের অফিশিয়ালরা।

বাংলাদেশ ছাড়িয়ে এবার এবার ভারতীয় বিজ্ঞাপনেও মুস্তাফিজ


মুস্তাফিজ ও হায়দ্রাবাদের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনপ্রিয় ভারতীয় অনলাইন ডেলিভারি ওয়েবসাইট ‘‘ডেস্ক টু ডেস্ক কুরিয়ার এন্ড কার্গো’’ (ডিটিডিসি) তাদের সর্বশেষ বিজ্ঞাপনে তাদেরকে যুক্ত করেছে। মুস্তাফিজ ছাড়াও এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ইয়ন মর্গান এবং যুবরাজ সিং। বিজ্ঞাপনে দেখা যায়, মুস্তাফিজ, ওয়ার্নার, মর্গান এবং উইলিয়ামসন টিভিতে সিরিয়াল দেখছেন আর কাঁদছেন, এমন সময় যুবরাজ এসে জানান, ম্যাচ শুরুর আর মাত্র ১২ ঘণ্টা বাকি আছে, সবাইকে প্রস্তুত হতে বলেন। এমন সময় ওয়ার্নার দেখেন তার ব্যাটটি গায়েব! মর্গান তার ব্যাট ধার দিতে চাইলেও নিতে রাজি হননি তিনি। কারণ, সেই ব্র্যান্ডের ব্যাটটি ছিল অধিনায়কের জন্য খুবই লাকি। এমন অবস্থায় যুবরাজ ডিটিডিসিতে ফোন দিয়ে জানান ওয়ার্নারের সেই লাকি ব্র্যান্ডের একটি ব্যাট নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যাটের ডেলিভারি চলে আসে। তখন মুস্তাফিজ-ওয়ার্নাররাও প্রস্তুতি নেন মাঠে যাওয়ার জন্য। যদিও এমন সময় নতুন এক বিড়ম্বনায় পড়েন মুস্তাফিজরা। দলের কোচও যে তখন গায়েব! উইলিয়ামসন কোচের উধাও হয়ে যাওয়ার এবং ফিরতে অনেক দেরির ব্যাপারটা জানালে মুস্তাফিজদের অধিনায়ক তৎক্ষণাৎ ডিটিডিসিকে ফোন দেন তাদের কোচকে পৌঁছে দেওয়ার জন্য! যদিও পুরো বিজ্ঞাপনে মুস্তাফিজের কোন সংলাপ নেই, তবুও এই বিজ্ঞাপনে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার। বিজ্ঞাপনটি সানরাইজার্স হায়দ্রাবাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটারে শেয়ার দেওয়া হয়েছে। - See more at: http://mynews71.com/sports/1766/---#sthash.eRtbNVAH.dpuf

এবার বিপিএলের দল বাড়ছে, সাথে যোগ হচ্ছে নতুন ভেন্যু


ফ্র্যাঞ্চাইজি এবং ভেন্যুর সংখ্যা বাড়িয়ে এবছরের নভেম্বর মাসে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। তবে তার আগে গত আসরের ক্রিকেটারদের সব পাওনা এই মাসের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর জমা রাখা ‘ব্যাংক-গ্যারান্টি’ ভেঙ্গে পরিশোধ করবে ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
চ্যানেল আই অনলাইন: বিপিএলে পরের আসরে কী চমক রাখছেন?
আইএইচ মল্লিক: আসলে চমক-টমক কিছু না, আমাদের চেষ্টা অবশ্যই বিপিএলকে এশিয়ান সাব-কন্টিনেন্টের একটি জনপ্রিয় ক্রিকেট লিগে পরিণত করা। আমার মনে হয়, ইতিমধ্যে আমরা অনেকটাই সফল হয়েছি। 
চ্যানেল আই অনলাইন: এর মানে দল বাড়ছে আরও?
আইএইচ মল্লিক: অবশ্যই, আমাদের ইচ্ছা প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট আয়োজন করা। এবার তাই ফ্র্যাঞ্চাইজির সংখ্যা আমরা বাড়িয়ে নিচ্ছি। যদিও কয়টি যোগ হচ্ছে বা কারা আসছেন নতুন বিপিএলে তা চুড়ান্ত করা হয়নি এখনও। তবে প্রতিযোগিতা বাড়াতেই কয়েকটি ফ্র্যাঞ্চাজিকে সুযোগ দেওয়া হবে আসন্ন বিপিএলের আসরে।
চ্যানেল আই অনলাইন: শুধু টিম বাড়ছে? আপনারা কিন্তু বলেছিলেন ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দেবেন বিপিএল দিয়ে?
আইএইচ মল্লিক: আমরা এখনও সেটা বলছি। আমাদের ইচ্ছা আছে এ বছর ভেন্যুর সংখ্যাও বাড়ানোর।
তবে সে ক্ষেত্রে খুলনা ও সিলেট স্টেডিয়ামের বিপিএলে ভেন্যু হওয়ার সম্ভাবনা দেখছি। যদিও এখনও আমরা কোনকিছু চুড়ান্ত করিনি। 
চ্যানেল আই অনলাইন: তাহলে একটি কেনো, ভেন্যু আর বাড়াতে সমস্য কোথায়?
আইএইচ মল্লিক: আমরা আসলে শুধু মাঠের কথা চিন্তা করেই তা ঠিক করছি না। এখানে আসলে ফ্যাসিলিটিস, ট্রান্সপোর্ট, সময় এবং ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছা অনিচ্ছাও একটা ফ্যাক্টর। আর এসব কিছু বিবেচনায় নিয়েই টুর্নামেন্টের জন্য ভেন্যু চুড়ান্ত করা হবে। তবে অবশ্যই দর্শকের কথা বিবেচনায় রেখে বিপিএলকে ঢাকার বাইরে নেওয়া হবে।
চ্যানেল আই অনলাইন: আপনারা গত বিপিএলকে সফল বলছেন, কিন্তু ক্রিকেটারদের পাওনা কিন্তু এখনো পরিশোধ করেনি দলগুলো, সেটার কি হবে?
আইএইচ মল্লিক: দেখুন, আমাদের কাছে কিন্তু এখনও কোন প্লেয়ার এসে বলে নি যে তারা তাদের ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পেমেন্ট পাননি। 
যাই হোক, যদি কেউ অভিযোগ নিয়ে আসেন তার জন্যও আমাদের ব্যবস্থা রয়েছে। নিশ্চয় জানেন, আমরা গত বছর ফ্র্যঞ্চাইজিদের কাছ থেকে এক কোটি টাকার পে-অর্ডার এবং চার কোটি টাকার ‘ব্যাংক-গ্যারন্টি’ জমা রেখেছি। 
চ্যানেল আই অনলাইন: সেটা কবে নাগাদ তারা পাবেন জানতে পারি?
আইএইচ মল্লিক: আমরা আশা করছি এই মাসের মধ্যেই তাদের পাওনা পেমেন্ট ক্লিয়ার করা হবে।
চ্যানেল আই অনলাইন: সেক্ষেত্রে নতুন বিপিএলে আবার নতুন করে ব্যাংক গ্যারান্টি দিতে হবে?
আইএইচ মল্লিক: অবশ্যই, নতুন করে দিতে হবে। সেটাতো সম্পূর্ণ নতুন একটা টুর্নামেন্ট, সুতরাং আমরা সবকিছুইতো নতুন করে চাইবো।

তাসকিনের উন্নতি দেখছেন হিথ স্ট্রিক




ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলে গতি ঝড় উঠানো তাসকিন আহমেদের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনে ম্যাচ অফিশিয়ালরা। পরবর্তীতে আইসিসির চেন্নাইয়ে অবস্থিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষায় তার বাউন্সারে সমস্যা ধরা পরে। তা দ্রুত নিরসনের লক্ষ্যে বিশ্বকাপ শেষে হিথ স্ট্রিকের পর দায়িত্ব দেয় বিসিবি।




বর্তমানে আবাহনী লিমিটেডের হয়ে ঢাকা প্রিমিয়ার খেলতে থাকা তাসকিনের বোলিং অ্যাকশনে আগের চেয়ে উন্নতি হয়েছে বলে হিথ স্ট্রিক জানিয়েছেন এমনটা জানা গেল বিসিবির কাছ থেকে।




উল্লেখ্য, চলতি আইপিএলে গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্বপালন করা হিথ স্ট্রিক ঢাকা ত্যাগ করার আগে বিসিবিকে তাসকিনের সকল খবরাখবর এবং তার দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানিয়ে যান।




অন্যদিকে বিসিবির কম্পিউটার এনালাইসিস্ট তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে যুক্ত থাকা নাসির আহমেদ জানান, ” বিশ্বকাপের তুলনায় এখন তাসকিনের বোলিং অ্যাকশনে অনেকটা উন্নতি হয়েছে, তবে তাকে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে নিয়মিত কাজ করতে হবে তাহলেই খুব দ্রুত তাকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে।”

Saturday, May 21, 2016

শেষের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে সাকিব-মুস্তাফিজ



মুস্তাফিজদের শেষ চার নিশ্চিত, দৃষ্টি এখন শীর্ষ
দুইয়ে। মুস্তাফিজদের বিপক্ষে জয় শেষ চার নিশ্চিত
করে দেবে সাকিবদের। প্রাথমিক পর্বের শেষ দিনে
হিসাব-নিকাশ মেলানোর লড়াইয়ে মুখোমুখি সাকিব
আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও
মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।
রোববার বিকেলে ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে
দুই দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে
৪টায়।
প্রাথমিক পর্বে দু দলেরই এটি শেষ ম্যাচ। ১৩
ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১৬, কলকাতার ১৪।
জিতলে তো বটেই, কলকাতার সুযোগ থাকবে
হারলেও। তবে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে
দিনের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত, যে ম্যাচে মুখোমুখি
হবে দিল্লি ডেয়ার ডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরু। এই দু দলের পয়েন্টও কলকাতার সমান,
১৪।
শনিবার নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন
মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শীর্ষ চার নিশ্চিত
করেছে অভিষিক্ত গুজরাট লায়ন্স। নিশ্চিত করেছে
তারা প্রথম দুইটি দলে থাকাও। আর তাদের জয়ে
নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের প্লে অফ খেলাও।
বাকি দুটি জায়গার জন্য লড়াই এখন জমজমাট।
সম্ভাবনা আছে ৪ দলের।
প্রাথমিক পর্বের শেষ দিনের শেষ ম্যাচ শেষেই
চূড়ান্ত হবে সেরা চার। বিদায় নিশ্চিত হয়েছে
রাইজিং পুনে সুপারজায়ান্টস ও কিংস ইলেভেন
পাঞ্জাবের।
কলকাতা-হায়দরাবাদের প্রথম লেগের লড়াইয়ে
পারফরম্যান্সে এগিয়ে ছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে
২৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। দারুণ এক
ইয়র্কারে ভূপাতিত করেছিলেন আন্দ্রে রাসেলকে।
৩ ওভারে ১৮ রান দিয়ে সাকিব ছিলেন
উইকেটশূন্য, সুযোগ পাননি ব্যাটিংয়ের।
তবে ম্যাচের ফলে হাসি ছিল সাকিবের মুখে।
কলকাতা জিতেছিল ৮ উইকেটে।

মাশরাফি ভাই আমার আইডল বললেন আল আমিন



কিশোর থেকেই খুব বড় ভক্ত ছিলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। মাশরাফি প্রসঙ্গে জিজ্ঞাসা করলে জবাবে জানান,

“‘আগে তো বিটিভি ছাড়া খেলা দেখার তেমন সুযোগই ছিল না। গ্রামে যখন ছিলাম, তখন টিভিতে মাশরাফি ভাইর বোলিংটা অনেক উপভোগ করতাম। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম। স্বপ্ন ছিল কোন একদিন যদি মাশরাফি ভাইর সাথে বোলিং করতে পারতাম! বড় হওয়ার পর তো সেই স্বপ্ন পূরণ হয়েছে।”

“‘ছোটবেলায় আশরাফুল ভাইর ব্যাটিংটাও ইনজয় করতাম খুব। তাছাড়া হাবিবুল বাশার সুমন ভাইয়ের ব্যাটিংও অনেক ভালো লাগতো।”  

                                                               ..... আল আমিন

এবার মুস্তাফিজকে শোয়েব আকতারের উৎসাহ ও পরামর্শ



একে একে সবাই যেন মুস্তাফিজকে নিয়ে লিখছেন ভালবাসা দিচ্ছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এবার এই কাতারে যোগ হলো পাকিস্তানের সাবেক পেসার ও ক্রিকেট বিশ্বে এক সময় গতির ঝড়ে ব্যাটসম্যানদের আতঙ্কের মধ্যে রাখা পেসার শোয়েব।

 ভিভো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের সর্বশেষ ম্যাচ শুরুর আগে মুস্তাফিজকে পরামর্শ দেওয়ার পাশাপাশি উৎসাহ দেন শোয়েব আকতার।

শেষ এই কয়টি ম্যাচ প্রসঙ্গে শোয়েব আকতার বলেন, “টানা ম্যাচ খেলতে থাকার মধ্যে কয়েকটি খারাপ ম্যাচ কখনোই মুস্তাফিজকে খারাপ বোলার হিসেবে আখ্যা দিবে না।”

এসময় মুস্তাফিজকে পরামর্শ দিয়ে তিনি বলেন, “ডানহাতি ব্যাটসম্যানদের জন্য মুস্তাফিজকে উইকেটের পাশ থেকে বল করা উচিত। আমি বিশ্বাস করি সে ব্যাটসম্যানদের খেলার আড়াআড়ি বল করতে পারবে যা ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে তাকে সাহায্য করবে।”

পাপন বাহিনী ইংল্যান্ড সফর শেষ হল পরাজয় দিয়ে



ব্যাংক অব ইংল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে বাংলাদেশ সংসদ সদস্য ক্রিকেট দল। নাইমুর রহমান দুর্জয় একাই করেন ৮৮ রান।
১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বলের মধ্যেই মাত্র ২ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষে পৌঁছে যায় ইংল্যান্ড সংসদ দল। যার ফলে বাংলাদেশ সংসদ সদস্যদের হারতে হয় ৮ উইকেটে।
অবশ্য এ ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুই দল। এই দুটি ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশের সংসদ সদস্যরা। আর ঐ দুই ম্যাচে সেরা দুই তারকা হয়েছিলেন সোহেল তাজ এবং জাহিদ আহসান রাসেল যারা এ ম্যাচে মাঠেই নামেননি।
এদিকে এ ম্যাচে ইংল্যান্ড সদস্য দলে ১১ জনের মধ্যে ৮ জনই পেশাদার ক্রিকেটার, যাদের মধ্যে আবার ৩ জন ছেলে ছিল ব্রিটিশ বাংলাদেশি। আর এই তিন জনের কাছেই শেষ পর্যন্ত হেরে যায় পাপন বাহিনী।

মুস্তাফিজের প্রতি আরো বেশী যত্নশীল হওয়া উচিত বললেন – রবি শাস্ত্রী


বর্তমান ক্রিকেট বিশ্বে মুস্তাফিজুর রহমান সবচেয়ে আলোচিত নামদের মধ্যে একটি। বল নিজের অসাধারণ সব জাদু দেখিয়ে সকলকে মুগ্ধকরার পাশাপাশি একের পর এক প্রশংসা নিজের ভান্ডারে যোগ করছেন তরুণ এই টাইগার পেসার। এবার সে যাত্রায় যুক্ত হলো ভারত ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর নাম।

মুস্তাফিজে মুগ্ধ এই সাবেক ক্রিকেটার আনন্দবাজার পত্রিকাতে লেখা নিজের কলামে রীতিমত প্রশংসায় ভাসিয়েছেন তরুণ এই প্রতিভাবান ক্রিকেটারকে। মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ রবি শাস্ত্রী মনে করেন, মুস্তাফিজের মতো এমন একজন প্রতিভাবান ক্রিকেটারের জন্য বিসিবির উচিত মুস্তাফিজের প্রতি আরো বেশি যত্নশীল হওয়া যাতে করে সে ভবিষ্যতে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশকে সে আরো বেশি সাফল্য এনে দিতে পারে।
মুস্তাফিজের অসাধারণ সব ডেলিভারির কথা উল্লেখ করে তিনি লিখেন, ” মুস্তাফিজের ভান্ডারে অনেক ধরণের বল রয়েছে। সে ইয়র্কারের পাশাপাশি স্লোয়ারও দিতে পারে। এমন কি স্লোয়ারের সাথে বাউন্সারের সংমিশ্রণে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের বোঁকা বানানোর জন্য দুর্লভ ডেলিভারিও সে দিতে পারে। বেশির ভাগ ব্যাটসম্যানরা এই ধরণের বল কাভারের উপর দিয়ে খেলতে চেষ্ঠা করে এবং ভুল শট পরাস্ত হয়।  তিনি আরো বলেন, “মানসিক ও শারীরিকদিক দিয়ে মুস্তাফিজ এখনো তরুণ। তাকে পরিণত ক্রিকেটারে পরিণত হতে আরো বেশি ম্যাচ খেলতে হবে।”

বাংলাদেশি দুই টাইগার বিশ্বসেরাদের টপকে আইপিএলে সেরা ইকোনমি বোলার

বাংলাদেশি দুই টাইগার বিশ্বসেরাদের টপকে আইপিএলে সেরা ইকোনমি বোলার 



চার ছয় ধুম-ধাম মার এর খেলা টি২০ ক্রিকেটে বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের আধিপত্য বেশি। এখানে দেখার সময় নেই কে ভালো বোলার আর কে খারাপ বোলার। ব্যাটসম্যানের টার্গেট বল আসবে তো মারবো। এ নীতি নিয়ে ব্যাট হাতে নামেন ব্যাটসম্যানরা । আর দর্শকরাও ব্যাটসম্যানদের কাছ থেকে এমনটাই আশা করেন।
অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরে বল হাতে রীতিমত আলো ছড়াচ্ছেন বাংলাদেশি দুই টাইগার।
ভারতের এই ঘরোয়া আসরে এখনও পর্যন্ত সেরা ইকোনোমি বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে দশটি উইকেট নিয়েছেন। মোট ৩০ ওভার বল করে তিনি রান দিয়েছেন ১৮৭। তার বোলিং ইকোনোমি রেট ৬.২৩।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আল হাসান ১৭ ওভার বল করে রান দিয়েছেন ১১১। তার বোলিং ইকোনোমি রেট ৬.৫২। বিশ্ববসেরা এই অলরাউন্ডারের উইকেট শিকার করেছেন ২টি।
আইপিএল নাইনে সেরা পাঁচ ইকোনোমি বোলার:
১.মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দ্রাবাদ): ৬.২৩
২.সাকিব আল হাসান (কলকাতা নাইট রাইডার্স): ৬.৫২
৩.ইমরান তাহির (দিল্লি ডেয়ারডেভিলস): ৬.৫৮
৪.ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস): ৬.৮৩
৫.সন্দ্বীপ শর্মা (কিংস ইভেলেন পাঞ্জাব): ৬.৮৭

এবার বিগ ব্যাশে কাড়াকাড়ি লেগে গেছে মুস্তাফিজকে নিয়ে

এবার বিগ ব্যাশে কাড়াকাড়ি লেগে গেছে মুস্তাফিজকে নিয়ে



আইপিএল,পিএসএল,কাউন্টি ক্রিকেটের পর এবার বিগ ব্যাশেও ডাক পেতে চলেছেন টাইগার মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মুস্তাফিজকে পাওয়ার জন্য রিতিমত উঠেপড়ে লেগেছে তিন-তিনটি দল!
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রতিটা ম্যাচে নিজেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসার টাইগার মুস্তাফিজুর রহমান।
বিগ ব্যাশে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ির মূল কারণ তার এই দুর্দান্ত ধারাবাহিকতা। যদিও আগামী বছরের ডিসেম্বরে বসবে বিগ ব্যাশের ষষ্ঠ আসর। এখনো টুর্নামেন্টের কোন সূচি চূড়ান্ত হয়নি। 
বিগ ব্যাশের আটটি দলের মধ্যে কেবল মেলবোর্ন স্টার্স দুজন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করে ফেলেছে। তারা হলেন ইংল্যান্ডের লুক রাইট ও কেভিন পিটারসেন। বাকি সাত দলের কমপক্ষে একজন করে বিদেশি খেলোয়াড় প্রয়োজন। সে ক্ষেত্রে মুস্তাফিজকে পাওয়ার দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে আছে মেলবোর্ন রেনেগেডস।
কারণ, রেনেগেডসের ডিরেক্টর হিসেবে কাজ করছেন আইপিএলে মুস্তাফিজের দল হায়দরাবাদের কোচ টম মুডি। রেনেগেডস তাদের দুই বিদেশি খেলোয়াড় কোটায় এখনো কাউকে ডাকেনি। তবে তাদের আশা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে দলে পাবে তারা। আর ব্রাভোর সঙ্গে তারা দলে ভেড়াতে চায় মুস্তাফিজকে।
আরেক দল সিডনি সিক্সার্সের অধিনায়ক মইসেস হেনরিকস আবার মুস্তাফিজের হায়দরাবাদ সতীর্থ। সিডনি সিক্সার্সও মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী। তাদের দুটি বিদেশি খেলোয়াড় কোটার একটাও এখনো পূরণ হয়নি।
আরেক দল সিডনি থান্ডার্সের প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে দলটির ম্যানেজারের দায়িত্বে থাকা মাইক হাসি এবারের আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। তিনিও সেখানে ‍মুস্তাফিজকে কাছে থেকে দেখার সুযোগ পাচ্ছেন। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের জায়গায় মুস্তাফিজকে চায় সিডনি থান্ডার্স। সে ক্ষেত্রে মুস্তাফিজ জুটি বাঁধবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গে।
অন্যদিকে পার্থ স্কোর্চার্সেরও দুটি বিদেশি খেলোয়াড় কোটা এখনো খালি আছে। এ ছাড়া হোবার্ট হারিকেনস, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট দলেও একটা করে জায়গা খালি আছে বিদেশি খেলোয়াড়দের জন্য।
যদি মুস্তাফিজকে কেউ দলে ভেড়ায়, তাহলে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলবেন ২০ বছর বয়সি এই বাঁহাতি পেসার। সাকিব বিগ ব্যাশের দ্বিতীয় ও চতুর্থ আসরে যথাক্রমে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছিলেন।

মুস্তাফিজকে দিয়ে দেরি করে ওভার করান কেন ওয়ার্নার ? জানা দরকার



আইপিএল নিজের প্রথম আসরে শুরু থেকেই ঝলক দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তবে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন এটাই সত্যি। প্রতিটি ম্যাচে ওয়ার্নানের ম্যাচ পরিচালনা চলছে একই ধারায়।


ম্যাচের গতিপ্রকৃতি বুঝে নতুন কোনো সিদ্ধান্ত তাকে নিতে দেখা যাচ্ছে না। এতে প্রায় প্রতি ম্যাচে মুস্তাফিজকে দিয়ে দেরি করে বোলিং করাণ ওয়ান। এই কারণে অনেকেই বলছেন, ওয়ার্নারের ‘মুখস্থ নেতৃত্বে’ নিজের সেরাটা দিতে পারছেন কাটার মুস্তাফিজ।

দশম শ্রেণীর ছাত্রী দোলাকে বিয়ে করলেন কেন ক্রিকেটার রুবেল হোসেন ? এখনই জেনে নিন



অনেক আগেই  সাবেক প্রেমিকা অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপিকে বোল্ড আউট করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। 

কিন্ত হঠাৎ করেই শোনা যাচ্ছে জাতীয় দলের পেসার রুবেল হোসেন বিয়ে করেছেন। তাও নাকি গপনে দশম শ্রেণীর ছাত্রীকে। 

হঁ্যা কথাটা ঠিকই রটেছে, নিজ মুখেই স্বীকার করেছে টাইগার দলের এই ফাস্ট বোলার রুবেল হোসেন

কিন্ত দশম শ্রেণীর মেয়েকে কেন?

কারণে হিসেবে জানা গেছে, ২০১৫ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় রুবেলের সঙ্গে বিয়ে হয় দোলার। মেয়ের বয়স কম হওয়ায় এতদিন বিয়ের খবরটা গোপন রাখে দুই পরিবার।

এসএসসি পরীক্ষার পর স্ত্রীকে নিয়ে ঢাকায় আসেন রুবেল। এরপর সংসার জীবনে পা দেন এই ডানহতি পেসার। চলতি মাসের প্রথম দিকে বাগেরহাটে শ্বশুর বাড়িতে ছিলেন তিনি। বর্তমানে রুবেলের স্ত্রী বাগেরহাটে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

One still runs regrets 'pain' that Shakib Al Hasan




T-20 Country's World Cup victory over India in the grip. Bangladesh needed two runs in the last three balls. But the last three wickets in three balls fall. Bangladesh lost by one run. Shakib Al Hasan was still in pain and spasms in one run.

India is now the IPL Shakib Al Hasan. Kolkata Knight Riders cricket team faced the hotel's website krikabajera. T -20 the World Cup match between India and Bangladesh was faced with a question. Shakib, however, was not surprised. Shakib said the match smrthi still overtake him. He said, "Yes, it was still in pain."

Shakib said with frustration, "We will never forget the match as a team or a nation, I do not think so. I hope one day we will play against India, and win a match, but the match will be repeated around. "

Shakib said, "What happened in fact it is very difficult to explain. I worry all the time is hard to chase a big impact. These are good people who can chase the good plan. "

One eye on the scoreboard during the match, he did not pressure Shakib said.
 
Copyright © 2016 OnSportsInfo
Design by F Rabbi Powered by Blogger