BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Saturday, May 21, 2016

বাংলাদেশি দুই টাইগার বিশ্বসেরাদের টপকে আইপিএলে সেরা ইকোনমি বোলার

বাংলাদেশি দুই টাইগার বিশ্বসেরাদের টপকে আইপিএলে সেরা ইকোনমি বোলার 



চার ছয় ধুম-ধাম মার এর খেলা টি২০ ক্রিকেটে বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের আধিপত্য বেশি। এখানে দেখার সময় নেই কে ভালো বোলার আর কে খারাপ বোলার। ব্যাটসম্যানের টার্গেট বল আসবে তো মারবো। এ নীতি নিয়ে ব্যাট হাতে নামেন ব্যাটসম্যানরা । আর দর্শকরাও ব্যাটসম্যানদের কাছ থেকে এমনটাই আশা করেন।
অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরে বল হাতে রীতিমত আলো ছড়াচ্ছেন বাংলাদেশি দুই টাইগার।
ভারতের এই ঘরোয়া আসরে এখনও পর্যন্ত সেরা ইকোনোমি বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর দ্বিতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে দশটি উইকেট নিয়েছেন। মোট ৩০ ওভার বল করে তিনি রান দিয়েছেন ১৮৭। তার বোলিং ইকোনোমি রেট ৬.২৩।
অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিব আল হাসান ১৭ ওভার বল করে রান দিয়েছেন ১১১। তার বোলিং ইকোনোমি রেট ৬.৫২। বিশ্ববসেরা এই অলরাউন্ডারের উইকেট শিকার করেছেন ২টি।
আইপিএল নাইনে সেরা পাঁচ ইকোনোমি বোলার:
১.মুস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দ্রাবাদ): ৬.২৩
২.সাকিব আল হাসান (কলকাতা নাইট রাইডার্স): ৬.৫২
৩.ইমরান তাহির (দিল্লি ডেয়ারডেভিলস): ৬.৫৮
৪.ক্রিস মরিস (দিল্লি ডেয়ারডেভিলস): ৬.৮৩
৫.সন্দ্বীপ শর্মা (কিংস ইভেলেন পাঞ্জাব): ৬.৮৭

Post a Comment

 
Copyright © 2016 OnSportsInfo
Design by F Rabbi Powered by Blogger