BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Popular Posts

Featured Post

Watch Online Live Vivo IPL 2016 OnSportsInfo

Category 3

Category 4

Friday, May 27, 2016

Fixtures: Bangladesh tour of New Zealand, ODI, T20I, Test series 2016-17

Fixtures: Bangladesh tour of New Zealand, ODI, T20I, Test series 2016-17



ODI series:
1st ODI: Monday, 26 December 2016 at Hagley Oval, Christchurch
2nd ODI: Thursday, 29 December 2016 at Saxton Oval, Nelson.
3rd ODI: Saturday, 31 December 2016 at Saxton Oval, Nelson.


T20I series:
1st T20I: Tuesday, 3 January 2017 at McLean Park, Napier.
2nd T20I: Friday, 6 January 2017 at Bay Oval, Mt Maunganui.
3rd T20I: Sunday, 8 January 2017 at Bay Oval, Mt Maunganui.

Test series:
1st Test: Thursday, 12 January 2017 at Basin Reserve, Wellington.
2nd Test: Friday, 20 January 2017 at Hagley Oval, Christchurch.

Sunday, May 22, 2016

Watch Online Live Vivo IPL 2016 OnSportsInfo

Watch Online Live Vivo IPL OnSportsInfo








মিথুন, ভাটিয়া আসছেন ডিপিএলে কাঁপাতে




ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের চলতি আসরে যোগ দিচ্ছন আরো দুইজন ভারতীয় ক্রিকেটার। দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠ কাঁপাতে রজত ভাটিয়া ও মিঠুন মানহাস খুব শীঘ্রই যোগ দিবেন দলের সাথে। এই দুই ক্রিকেটারের ডিপিএলে খেলার বিষয়টি নিশ্চিত করেছে উভয় দলের অফিশিয়ালরা।

বাংলাদেশ ছাড়িয়ে এবার এবার ভারতীয় বিজ্ঞাপনেও মুস্তাফিজ


মুস্তাফিজ ও হায়দ্রাবাদের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনপ্রিয় ভারতীয় অনলাইন ডেলিভারি ওয়েবসাইট ‘‘ডেস্ক টু ডেস্ক কুরিয়ার এন্ড কার্গো’’ (ডিটিডিসি) তাদের সর্বশেষ বিজ্ঞাপনে তাদেরকে যুক্ত করেছে। মুস্তাফিজ ছাড়াও এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ইয়ন মর্গান এবং যুবরাজ সিং। বিজ্ঞাপনে দেখা যায়, মুস্তাফিজ, ওয়ার্নার, মর্গান এবং উইলিয়ামসন টিভিতে সিরিয়াল দেখছেন আর কাঁদছেন, এমন সময় যুবরাজ এসে জানান, ম্যাচ শুরুর আর মাত্র ১২ ঘণ্টা বাকি আছে, সবাইকে প্রস্তুত হতে বলেন। এমন সময় ওয়ার্নার দেখেন তার ব্যাটটি গায়েব! মর্গান তার ব্যাট ধার দিতে চাইলেও নিতে রাজি হননি তিনি। কারণ, সেই ব্র্যান্ডের ব্যাটটি ছিল অধিনায়কের জন্য খুবই লাকি। এমন অবস্থায় যুবরাজ ডিটিডিসিতে ফোন দিয়ে জানান ওয়ার্নারের সেই লাকি ব্র্যান্ডের একটি ব্যাট নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যাটের ডেলিভারি চলে আসে। তখন মুস্তাফিজ-ওয়ার্নাররাও প্রস্তুতি নেন মাঠে যাওয়ার জন্য। যদিও এমন সময় নতুন এক বিড়ম্বনায় পড়েন মুস্তাফিজরা। দলের কোচও যে তখন গায়েব! উইলিয়ামসন কোচের উধাও হয়ে যাওয়ার এবং ফিরতে অনেক দেরির ব্যাপারটা জানালে মুস্তাফিজদের অধিনায়ক তৎক্ষণাৎ ডিটিডিসিকে ফোন দেন তাদের কোচকে পৌঁছে দেওয়ার জন্য! যদিও পুরো বিজ্ঞাপনে মুস্তাফিজের কোন সংলাপ নেই, তবুও এই বিজ্ঞাপনে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার। বিজ্ঞাপনটি সানরাইজার্স হায়দ্রাবাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটারে শেয়ার দেওয়া হয়েছে। - See more at: http://mynews71.com/sports/1766/---#sthash.eRtbNVAH.dpuf

এবার বিপিএলের দল বাড়ছে, সাথে যোগ হচ্ছে নতুন ভেন্যু


ফ্র্যাঞ্চাইজি এবং ভেন্যুর সংখ্যা বাড়িয়ে এবছরের নভেম্বর মাসে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর। তবে তার আগে গত আসরের ক্রিকেটারদের সব পাওনা এই মাসের মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর জমা রাখা ‘ব্যাংক-গ্যারান্টি’ ভেঙ্গে পরিশোধ করবে ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
চ্যানেল আই অনলাইন: বিপিএলে পরের আসরে কী চমক রাখছেন?
আইএইচ মল্লিক: আসলে চমক-টমক কিছু না, আমাদের চেষ্টা অবশ্যই বিপিএলকে এশিয়ান সাব-কন্টিনেন্টের একটি জনপ্রিয় ক্রিকেট লিগে পরিণত করা। আমার মনে হয়, ইতিমধ্যে আমরা অনেকটাই সফল হয়েছি। 
চ্যানেল আই অনলাইন: এর মানে দল বাড়ছে আরও?
আইএইচ মল্লিক: অবশ্যই, আমাদের ইচ্ছা প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট আয়োজন করা। এবার তাই ফ্র্যাঞ্চাইজির সংখ্যা আমরা বাড়িয়ে নিচ্ছি। যদিও কয়টি যোগ হচ্ছে বা কারা আসছেন নতুন বিপিএলে তা চুড়ান্ত করা হয়নি এখনও। তবে প্রতিযোগিতা বাড়াতেই কয়েকটি ফ্র্যাঞ্চাজিকে সুযোগ দেওয়া হবে আসন্ন বিপিএলের আসরে।
চ্যানেল আই অনলাইন: শুধু টিম বাড়ছে? আপনারা কিন্তু বলেছিলেন ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দেবেন বিপিএল দিয়ে?
আইএইচ মল্লিক: আমরা এখনও সেটা বলছি। আমাদের ইচ্ছা আছে এ বছর ভেন্যুর সংখ্যাও বাড়ানোর।
তবে সে ক্ষেত্রে খুলনা ও সিলেট স্টেডিয়ামের বিপিএলে ভেন্যু হওয়ার সম্ভাবনা দেখছি। যদিও এখনও আমরা কোনকিছু চুড়ান্ত করিনি। 
চ্যানেল আই অনলাইন: তাহলে একটি কেনো, ভেন্যু আর বাড়াতে সমস্য কোথায়?
আইএইচ মল্লিক: আমরা আসলে শুধু মাঠের কথা চিন্তা করেই তা ঠিক করছি না। এখানে আসলে ফ্যাসিলিটিস, ট্রান্সপোর্ট, সময় এবং ফ্র্যাঞ্চাইজিগুলো ইচ্ছা অনিচ্ছাও একটা ফ্যাক্টর। আর এসব কিছু বিবেচনায় নিয়েই টুর্নামেন্টের জন্য ভেন্যু চুড়ান্ত করা হবে। তবে অবশ্যই দর্শকের কথা বিবেচনায় রেখে বিপিএলকে ঢাকার বাইরে নেওয়া হবে।
চ্যানেল আই অনলাইন: আপনারা গত বিপিএলকে সফল বলছেন, কিন্তু ক্রিকেটারদের পাওনা কিন্তু এখনো পরিশোধ করেনি দলগুলো, সেটার কি হবে?
আইএইচ মল্লিক: দেখুন, আমাদের কাছে কিন্তু এখনও কোন প্লেয়ার এসে বলে নি যে তারা তাদের ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে পেমেন্ট পাননি। 
যাই হোক, যদি কেউ অভিযোগ নিয়ে আসেন তার জন্যও আমাদের ব্যবস্থা রয়েছে। নিশ্চয় জানেন, আমরা গত বছর ফ্র্যঞ্চাইজিদের কাছ থেকে এক কোটি টাকার পে-অর্ডার এবং চার কোটি টাকার ‘ব্যাংক-গ্যারন্টি’ জমা রেখেছি। 
চ্যানেল আই অনলাইন: সেটা কবে নাগাদ তারা পাবেন জানতে পারি?
আইএইচ মল্লিক: আমরা আশা করছি এই মাসের মধ্যেই তাদের পাওনা পেমেন্ট ক্লিয়ার করা হবে।
চ্যানেল আই অনলাইন: সেক্ষেত্রে নতুন বিপিএলে আবার নতুন করে ব্যাংক গ্যারান্টি দিতে হবে?
আইএইচ মল্লিক: অবশ্যই, নতুন করে দিতে হবে। সেটাতো সম্পূর্ণ নতুন একটা টুর্নামেন্ট, সুতরাং আমরা সবকিছুইতো নতুন করে চাইবো।

তাসকিনের উন্নতি দেখছেন হিথ স্ট্রিক




ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে বাংলাদেশ দলে গতি ঝড় উঠানো তাসকিন আহমেদের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনে ম্যাচ অফিশিয়ালরা। পরবর্তীতে আইসিসির চেন্নাইয়ে অবস্থিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষায় তার বাউন্সারে সমস্যা ধরা পরে। তা দ্রুত নিরসনের লক্ষ্যে বিশ্বকাপ শেষে হিথ স্ট্রিকের পর দায়িত্ব দেয় বিসিবি।




বর্তমানে আবাহনী লিমিটেডের হয়ে ঢাকা প্রিমিয়ার খেলতে থাকা তাসকিনের বোলিং অ্যাকশনে আগের চেয়ে উন্নতি হয়েছে বলে হিথ স্ট্রিক জানিয়েছেন এমনটা জানা গেল বিসিবির কাছ থেকে।




উল্লেখ্য, চলতি আইপিএলে গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে দায়িত্বপালন করা হিথ স্ট্রিক ঢাকা ত্যাগ করার আগে বিসিবিকে তাসকিনের সকল খবরাখবর এবং তার দিকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানিয়ে যান।




অন্যদিকে বিসিবির কম্পিউটার এনালাইসিস্ট তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে যুক্ত থাকা নাসির আহমেদ জানান, ” বিশ্বকাপের তুলনায় এখন তাসকিনের বোলিং অ্যাকশনে অনেকটা উন্নতি হয়েছে, তবে তাকে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে নিয়মিত কাজ করতে হবে তাহলেই খুব দ্রুত তাকে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে।”

Saturday, May 21, 2016

শেষের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে সাকিব-মুস্তাফিজ



মুস্তাফিজদের শেষ চার নিশ্চিত, দৃষ্টি এখন শীর্ষ
দুইয়ে। মুস্তাফিজদের বিপক্ষে জয় শেষ চার নিশ্চিত
করে দেবে সাকিবদের। প্রাথমিক পর্বের শেষ দিনে
হিসাব-নিকাশ মেলানোর লড়াইয়ে মুখোমুখি সাকিব
আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও
মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ।
রোববার বিকেলে ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে
দুই দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে
৪টায়।
প্রাথমিক পর্বে দু দলেরই এটি শেষ ম্যাচ। ১৩
ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১৬, কলকাতার ১৪।
জিতলে তো বটেই, কলকাতার সুযোগ থাকবে
হারলেও। তবে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে
দিনের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত, যে ম্যাচে মুখোমুখি
হবে দিল্লি ডেয়ার ডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স
বেঙ্গালুরু। এই দু দলের পয়েন্টও কলকাতার সমান,
১৪।
শনিবার নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন
মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শীর্ষ চার নিশ্চিত
করেছে অভিষিক্ত গুজরাট লায়ন্স। নিশ্চিত করেছে
তারা প্রথম দুইটি দলে থাকাও। আর তাদের জয়ে
নিশ্চিত হয়ে গেছে হায়দরাবাদের প্লে অফ খেলাও।
বাকি দুটি জায়গার জন্য লড়াই এখন জমজমাট।
সম্ভাবনা আছে ৪ দলের।
প্রাথমিক পর্বের শেষ দিনের শেষ ম্যাচ শেষেই
চূড়ান্ত হবে সেরা চার। বিদায় নিশ্চিত হয়েছে
রাইজিং পুনে সুপারজায়ান্টস ও কিংস ইলেভেন
পাঞ্জাবের।
কলকাতা-হায়দরাবাদের প্রথম লেগের লড়াইয়ে
পারফরম্যান্সে এগিয়ে ছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে
২৯ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। দারুণ এক
ইয়র্কারে ভূপাতিত করেছিলেন আন্দ্রে রাসেলকে।
৩ ওভারে ১৮ রান দিয়ে সাকিব ছিলেন
উইকেটশূন্য, সুযোগ পাননি ব্যাটিংয়ের।
তবে ম্যাচের ফলে হাসি ছিল সাকিবের মুখে।
কলকাতা জিতেছিল ৮ উইকেটে।
 
Copyright © 2016 OnSportsInfo
Design by F Rabbi Powered by Blogger