BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Sunday, May 22, 2016

বাংলাদেশ ছাড়িয়ে এবার এবার ভারতীয় বিজ্ঞাপনেও মুস্তাফিজ


মুস্তাফিজ ও হায়দ্রাবাদের এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জনপ্রিয় ভারতীয় অনলাইন ডেলিভারি ওয়েবসাইট ‘‘ডেস্ক টু ডেস্ক কুরিয়ার এন্ড কার্গো’’ (ডিটিডিসি) তাদের সর্বশেষ বিজ্ঞাপনে তাদেরকে যুক্ত করেছে। মুস্তাফিজ ছাড়াও এই বিজ্ঞাপনে অংশ নিয়েছেন হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ইয়ন মর্গান এবং যুবরাজ সিং। বিজ্ঞাপনে দেখা যায়, মুস্তাফিজ, ওয়ার্নার, মর্গান এবং উইলিয়ামসন টিভিতে সিরিয়াল দেখছেন আর কাঁদছেন, এমন সময় যুবরাজ এসে জানান, ম্যাচ শুরুর আর মাত্র ১২ ঘণ্টা বাকি আছে, সবাইকে প্রস্তুত হতে বলেন। এমন সময় ওয়ার্নার দেখেন তার ব্যাটটি গায়েব! মর্গান তার ব্যাট ধার দিতে চাইলেও নিতে রাজি হননি তিনি। কারণ, সেই ব্র্যান্ডের ব্যাটটি ছিল অধিনায়কের জন্য খুবই লাকি। এমন অবস্থায় যুবরাজ ডিটিডিসিতে ফোন দিয়ে জানান ওয়ার্নারের সেই লাকি ব্র্যান্ডের একটি ব্যাট নিয়ে আসতে। কিছুক্ষণের মধ্যেই সেই ব্যাটের ডেলিভারি চলে আসে। তখন মুস্তাফিজ-ওয়ার্নাররাও প্রস্তুতি নেন মাঠে যাওয়ার জন্য। যদিও এমন সময় নতুন এক বিড়ম্বনায় পড়েন মুস্তাফিজরা। দলের কোচও যে তখন গায়েব! উইলিয়ামসন কোচের উধাও হয়ে যাওয়ার এবং ফিরতে অনেক দেরির ব্যাপারটা জানালে মুস্তাফিজদের অধিনায়ক তৎক্ষণাৎ ডিটিডিসিকে ফোন দেন তাদের কোচকে পৌঁছে দেওয়ার জন্য! যদিও পুরো বিজ্ঞাপনে মুস্তাফিজের কোন সংলাপ নেই, তবুও এই বিজ্ঞাপনে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই তারকা পেসার। বিজ্ঞাপনটি সানরাইজার্স হায়দ্রাবাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও টুইটারে শেয়ার দেওয়া হয়েছে। - See more at: http://mynews71.com/sports/1766/---#sthash.eRtbNVAH.dpuf

Post a Comment

 
Copyright © 2016 OnSportsInfo
Design by F Rabbi Powered by Blogger